ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, ক্রীড়ায় বাংলাদেশে বিপ্লব ঘটছে। খেলার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশকে চিনছে মানুষ। আগে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এত খেলার আয়োজন হতো না। এখন সরকার তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলার আয়োজন করছে। এর ফলশ্রুতিতে দেশের মেয়েরা এবং ছেলেরা বিশ্বজয় করছে৷ দেশকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।
রোববার ফেনী ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। গেমসে বিভিন্ন ইভেন্টে মানসম্মত খেলোয়ার পাঠানোর প্রস্তুতি হিসেবে দেশব্যাপী এ আসর অনুষ্ঠিত হচ্ছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই গেমস অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নজরুল ইসলাম লেদু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শামসাদ বেগম, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ফুলগাজী উপজেলা ভূমি উপজেলার সহকারী কমিশনার ভূমি আল আমিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান হাজী জাফর উদ্দিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন।
যুব গেমসে এবারের ইভেন্টে রয়েছে- ফুটবল, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, দাবা ও ব্যাডমিন্টন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এ যুব গেমস। এ আসরে দেশের উদীয়মান যুব ক্রীড়াবিদরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।